নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩২ জনের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে দেশে নতুন করে আরও আট হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে সুস্থ হয়েছেন আরো চার হাজার ৫০৯ জন। গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৩০ হাজার ৪২ জনে। মোট ১৪ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন আট লাখ ২৫ হাজার ৪২২ জন।

আজ শুক্রবার (দোসরা জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৩৭ শতাংশ বেশি। গতদিন রোগী শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থতার হার শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৭৫ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে খুলনায় ৩৫ জন। এছাড়া ঢাকায় ৩০, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটঊর্ধ্ব  ৬৭ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৪ জন এবং ১১ থেকে ২০ বছরের এক জন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে