নিজস্ব প্রতিবেদক:

করোনায় দেশে একদিনে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫শ’ ৮৪ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪’শ ৬২ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

আজ শুক্রবার (০৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাদেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৬৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে। নতুন পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। মৃত্যু হার ১ দশমিক ৪২ শতাংশ। নতুন ৩ হাজার ৫১১ জনসহ মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।

দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৮’ই মার্চ। প্রথম মৃত্যু হয়্ ১৮’ই মার্চ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে