নিজস্ব প্রতিবেদক:
অতিমারী করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৯৮৭ জনে।
নতুন শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।
আজ বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।