নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা মারা গেছেন।
স্থানীয় সময় গতকাল রবিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাভিয়ের কোরাল জানিয়েছেন, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস গ্রাজেদা। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
জেসাসের প্রতি শোক জানিয়ে গতকাল রবিবার সকালে জাভিয়ের ফেসবুক স্ট্যাটাসে লিখেন- ‘এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।’
রবিবার পর্যন্ত মেক্সিকোতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৫১৬ জন। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৩ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকায় যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।