জানা গেছে, করোনায় সর্বোচ্চ সর্তক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার। কারণ, তাঁর বাড়িতে ছোট দুটি ছেলে সন্তান রয়েছেন। এ কারণে তিনি সর্বোচ্চ সতর্কতা নিয়ে বাইরে বের হতেন। এরপরেও তাঁর করোনা উপসর্গ হিসেবে জ্বর, কাশি, মাথাব্যাথা দেখা দেয়। এ কারণে গত ২০ জুলাই (সোমবার) জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন তিনি। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত, লকডাউন কার্যকর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ত্রাণ কার্যক্রমসহ নানা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন এই কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, জ্বর, কাশি থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হবে।