আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসটির প্রথম শনাক্তকারী এক চীনা চিকিৎসক অভিযোগ করে বলেছেন, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটি করোনা ভাইরাসে আক্রান্তের সঠিক মাত্রা গোপন হয়েছে। চীনে শুরুর দিকে করোনা সংক্রামণের অনেক তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসের প্রতিকারে চীনের চেষ্টাও ছিল খুব দুর্বল।

এ বিষয়ে চীনে প্রথম করোনা শনাক্তকারী চিকিৎসক কুক ইয়ং ইওয়েন বিবিসিকে জানান, তার বিশ্বাস স্থানীয় কর্মকর্তারা প্রাথমিক সংক্রমণের সঠিক মাত্রা ধামাচাপা দিয়েছিলেন।

অধ্যাপক কুক ইয়ং আরও বলেন, আমরা যখন হুয়ানান সুপারমার্কেটে যাই, সেখানে তখন দেখার মতো কিছু ছিল না। কারণ ইতোমধ্যেই বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। তার মানে বলা যায় যে অপরাধের আলামত ততোক্ষণে নষ্ট করে ফেলা হয়েছে। ফলে ভাইরাসটি কোন উৎস থেকে মানবদেহে এসেছে সেটা আমরা চিহ্নিত করতে পারিনি।

তিনি বলেন, আমার সন্দেহ যে তারা উহানে স্থানীয়ভাবে কিছু ধামাচাপা দিয়েছে। যেসব স্থানীয় কর্মকর্তার এসব তথ্য সরবরাহ করার কথা ছিল তাদেরকে সেটা খুব দ্রুত করতে অনুমতি দেওয়া হয়নি।

বিবিসি জানায়, ডিসেম্বরের শেষের দিকে যে ডাক্তার এই ভাইরাসের ব্যাপারে তার সহকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ তাকে শাস্তি দিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুর দিকে চীনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আগে থেকেই। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে