পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা কোয়েল মল্লিক পরিবারসহ করোনামুক্ত হয়েছেন। রোববার এক টুইট বার্তায় ভক্তদের তিনি এ খবর দেন।

টুইটে কোয়েল লিখেছেন, ‘আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা পুরোপুরি করোনামুক্ত।’

তিনি আরও জানান, মল্লিক পরিবারের সবাই এখন সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই কোয়েলসহ মল্লিক পরিবারের সবাই করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। অভিনেত্রী কোয়েল নিজেই টুইটারে জানান, তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং এবং তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

এরপর তারা সবাই হোম কোয়ারেন্টাইনে চলে যান। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। পরদিনই অবশ্য টালিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক আশ্বস্ত করে বলেন, চিন্তার কারণ নেই, তারা সবাই চিকিৎসার মধ্যে রয়েছেন এবং তেমন কোনো শারীরিক সমস্যাও নেই।

এরপর প্রায় তিন সপ্তাহ কেটে যায়। মল্লিক পরিবারকে নিয় চিন্তায় পড়ে টালিউড। অবশেষে রোববার বিকেলে সুস্থ হওয়ার খবর দিলেন অভিনেত্রী কোয়েল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে