Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে আরও ৬ হাজার ২১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন আরো তিন হাজার ৭৭৭ জন।

গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন আট লাখ ২৯ হাজার ১৯৯ জন। আজ শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩ জনের। ২২ হাজার ৬৮৭ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৩২৫টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে খুলনায় ৩৯ জন। এছাড়া ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটঊর্ধ্ব ৬৫ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১০ জন, ২১ থেকে ৩০ বছরের ৪ জন  এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪ জনের মৃত্যু

Update Time : ০৬:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে আরও ৬ হাজার ২১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন আরো তিন হাজার ৭৭৭ জন।

গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন আট লাখ ২৯ হাজার ১৯৯ জন। আজ শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩ জনের। ২২ হাজার ৬৮৭ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৩২৫টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে খুলনায় ৩৯ জন। এছাড়া ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটঊর্ধ্ব ৬৫ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১০ জন, ২১ থেকে ৩০ বছরের ৪ জন  এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।