নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে দেশে নতুন করে আরও আট হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

যা দৈনিক সংক্রমণের দিক থেকে দেশে সর্বোচ্চ। সবশেষ গত ৭ই এপ্রিল দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন একদিনে শনাক্ত হয়েছিলো।

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো তিন হাজার ৫৭০ জন। গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৯৬ হাজার ৭৭০। মোট ১৪ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে, আর মোট সুস্থ হয়েছেন আট লাখ ৭ হাজার ৬৭৩ জন।

আজ সোমবার (২৮শে জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৬৪টি পরীক্ষাগারে ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে আট হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তে হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সরকার। গত ২৪ ঘন্টায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ এবং সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৩৫ জনই খুলনা বিভাগের। এছাড়া ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রংপুরে ৯, রাজশাহীতে ৭, ময়মনসিংহে ৫ জন এবং বরিশাল বিভাগে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৫৮ জনের বয়স ৬০ ঊর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ৪ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে