নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা পঞ্চম দিনের মত দুইশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২২৬ জনের।
আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা শেষে নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। তাদের মধ্যে ১৭ হাজার ২৭৮ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে। গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।
আজ বৃহস্পতিবার (১৫ই জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার ২১০ জন, মঙ্গলবার ২০৩ জন, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৬০৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি নমুনা।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৪ জন, খুলনায় ৫২ জন, চট্টগ্রামে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৫ জন, রংপুরে ১৩ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।