বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে খবরটি ছড়িয়ে পড়ে। অনেক গণমাধ্যমেও পপির করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়।

বর্তমানে খুলনায় গ্রামের বাড়িতে রয়েছেন পপি। পারিবারিক কাজে তিনি খুলনায় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আবহাওয়া ও জল পরিবর্তনের প্রভাবে ঠান্ডায় আক্রান্ত হন। দেখা দেয় জ্বর, কাশি, গলা ব্যথা।

আগের চেয়ে একটু ভালো আছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। তার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার রাত থেকেই শোনা যায় করোনাক্রান্ত নন পপি। এই খবর নিশ্চিত করতে অনেক অনুসন্ধান করেও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

পপি কোথাও মুখ খুলেননি। তার পরিবারের সদস্যদের দেয়া তথ্যেও সমন্বয় দেখা যায়নি। শনিবার সকালে পপির বাবার বরাতে জানা গেছে পপি করোনা আক্রান্ত নন।

করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে জানা গেছে, খবরটি সন্দেহের জায়গা থেকে ছড়িয়ে গেছে। আদতে করোনার পরীক্ষাই করাননি পপি। তিনি ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে এ ব্যাপারে পপির কাছ থেকে নিশ্চিত হতে তার ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে