কমরেডের কাছে খোলা চিঠি
মহীতোষ গায়েন

কমরেড,জরুরি মেল করে উত্তর পাইনি
তবুও আছি ময়দানে,মিছিলে,কাছে,সঙ্গে,
কমরেড,আশা করেছিলাম নিরাশ হয়েছি…
কারণ,নির্দায় আকাটরা সুখ কিনে নিচ্ছে।

কমরেড,সামনে দেখেছি আলো,ভিতরে
অন্ধকার,পথ চিনতে কষ্ট হলেও মিছিলে,
মিছিলে আশা পূরণের সুর ভেসে আসে
কিছু অসাধু ব‍্যক্তি গোছানোর গান গাইছে।

কমরেড,তোমাকে বলি,হ্যাঁ তোমাকেই বলি,
উঠোন ছেয়ে যাচ্ছে বিষাক্ত হাওয়ায়,শ্বাস
নিতে কষ্ট হচ্ছে,শুদ্ধ বাতাসের জন‍্য মানুষ
লড়াই জারি রেখেছে,মূল‍্য দিও কমরেড।

কমরেড,বসন্তের বাতাসে কোকিলের দলেরা
বাহারি গাছ দখল করে কুহু কুহু ডাক দিচ্ছে,
তুমি শ্রম,ঘাম আর রক্তের মূল‍্য দিও কমরেড;
প্রত‍্যাশা করি না কিন্তু প্রাপ্য মর্যাদা দাবি করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে