মোংলা প্রতিনিধি:

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (১৬ অষ্টোবার)  বিকাল ৫ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মোংলা প্রেসক্লাব চত্বরে সরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখার আহব্বয়ক নূর আলম শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে কবি রুদ্রের জীবনী ও তার সৃষ্টি কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দুলাল, প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, চাঁদপাই মেসেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক শ্বদেশ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, নাজমুল হক সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠানে কবি রুদ্র লেখা কবিতা আবৃতি ও গান পরিবেশন করা হয়।সরণানুষ্ঠান অনুষ্ঠানে বক্তারা কবির কর্মময় জিবন তুলে ধরে বলেন ৩৪ বছরে কবি সেই শৈশব থেকেই লেখা প্রতি যে মননিবেশ ছিল তার কারনেই আজও তরুন প্রজন্মের কাছে তারুন্যের দীপ্ত প্রতীক হিসাবে পরিচিত। মাত্র ৩৪ বছর জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়া ও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা করেছেন।তার লেখনি শুধু বাংলাদেশ না পচ্চিম বঙ্গেও কবির জনপ্রিয়তা ব্যপক ভাবে ঠাঁই করে নিয়েছে।এর আগে সকালে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কবির বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহাফিল, কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পিত, ফুটবল খেলা ও মোংলা প্রেসক্লব চত্বরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে