নিজস্ব প্রতিবেদক:
২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২৪শে মে) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, ২৫শে মে সকাল সাড়ে ৬টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হবে কর্মসূচী।
মূল অনুষ্ঠান হবে জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লা ও ময়মনসিংহে। এই দুই স্থানে আয়োজিত তিনদিনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।