কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি সিআর মামলা রয়েছে। এতে তিনি হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা থানায় এলে পুলিশ আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে।’

কী অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা- জানতে চাইলে ওসি বলেন, ‘পরোয়ানায় শুধু মামলার নম্বর, তারিখ ও নথি নম্বর থাকে। বিস্তারিত কিছু থাকে না। এজন্য তার বিরুদ্ধে দায়ের মামলার বিষয়ে জানা নেই। পুলিশ শুধু আদালতের নির্দেশ পালন করেছে এবং সোমবার (আজ) টোকন ঠাকুরকে আদালতে সোপর্দ করা হবে।’

অবশ্য পুলিশের একটি সূত্র জানায়, কবি টোকন ঠাকুর ‘কাঁটা’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন। অনুদানের অর্থ নিয়ে ৯ মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করেননি তিনি। ওই ঘটনায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট শাখা ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি। এরপর তার বিরুদ্ধে ২০১৬ সালে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়। সেই মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে