গদ‍্য কবিতা:

কবির সাথে সান্ধ্যকালীন সংলাপ
মহীতোষ গায়েন

[ ইতিহাসবিদ অধ্যাপক রণজিৎ সেনের সঙ্গে সান্ধ্যকালীন দূরালাপে,আলাপ,সংলাপ থেকে]

বহুদিন পরে সেই চেনা সুর…”কেমন আছো,কি করছো”?আছি আমি আমার মতই।একটু ভালো একটু খারাপ; যেমন করে মেঘ আসে আর মেঘ চলে যায়।ওপার থেকে যায় শোনা যায়, সেই সে গলা-“সবাই আমায় বলছে ডেকে,এদিক পানে আর আসনা,গবেষণায় মন দাও না।” “কী কারণে এসব করো,এবার কিন্তু সুচিন্তন আলোচনায় তোমাকে ঠিক আগের মত দেখতে পারি”।
কথাগুলো যেই বলেছি আকাশভাসান বৃষ্টি এলো;আয় বৃষ্টি আয় সাঁঝেতে,হিংসা ধুয়ে যাক।আয় বৃষ্টি আয় সমাজে,মানুষ শান্তি পাক।হঠাৎ দেখি একটি পাখি যায় উড়ে যায় বনে,বলছে পাখি -মানুষ আবার সম্প্রীতির মালা গাঁথুক মনে।ওপার থেকে যায় শোনা যায় – কবির সাথে সান্ধ্যকালীন সংলাপেতে ভাসি,জীবন যুদ্ধে সমাজ গড়ার অঙ্গীকারে আসি।মানুষ তুমি ভালো থেকো, ভালো থেকো আকাশ,রাজনীতিতে ভরে উঠুক হিংসা মুক্ত বাতাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে