কন্ডোম নয় রুটি রুজি চাই
মহীতোষ গায়েন
কবিতায়,রাজনীতিতে
কন্ডোম নিপাত যাক,
কবিতায়,রাজনীতিতে
রুটি রুজির দাবী আসুক।
নিরন্ন অসহায় মানুষ
যৌনতা চায় না,কন্ডোম চায় না,
তারা খাদ্য চায়,পোশাক চায়
রুটি রুজির জন্য সংগ্রাম ভালোবাসে।
কে কাকে কন্ডোম পরাবে
সে নিয়ে এতো কবিতা কেন?
এত গবেষণা কেন,শিবের মাথায়
কণ্ডোম পরিয়ে ধর্মীয় তৃপ্তি কেন?
খিদের জ্বালায় যারা কাঁদে
যারা ছেঁড়া কাপড়ে পোড়া রুটির
জন্য লড়াই করে তাদের আহারের
সংস্থান করো,কন্ডোমের স্বপ্ন দেখিও না।