কনকচাঁপা
মহীতোষ গায়েন

সমূহ সমাজে যখন প্রচণ্ড অস্থিরতা
এসেছিল নির্মেঘ সতেজতা,
বর্ষার মেঘ সরে গেছে আজ
সোনালী রোদে দৃপ্ত শিহরণ।

অবসন্ন দুপুরের যাবতীয় বিপ্লব-গাথা
তখন মনে দাগ কাটেনি,
বিচ‍্যুত সময়ের হাত ধরে
পড়ন্ত বিকেলে এলো ভ্রমান্ধ মুক্তি।

প্রকৃতির কোলে যখন সত্তার জাগরণ
পীড়িত মন তখন স্নিগ্ধতা প্রত‍্যাশী,
চরাচরে গতানুগতিকতার ধারাভাষ্য…
ছিন্নমস্তা অভিশাপ কাটানোর তীব্র আকুলতা।

সুস্থ জীবন ও সঙ্গীতের মাধুর্য মাখা
স্বপ্নকুসুম তখন তীব্র দহনে…
স্মৃতির রাস্তায় গভীর শূন‍্যতা…
তবুও দরজায় কড়া নাড়ে খোপার কনকচাঁপা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে