♦ কথা ছিলো♦
% শ্যামল বণিক অঞ্জন%
কথা ছিলো যাদের
মুক্ত বাগানে
ফুল ফোটানোর,
লক্ষ্য তাঁদের
আজ যে শুধুই
হুল ফোটানোর!
আমজনতা আজকে ওদের পদতলে,
করছে শাসণ শোষণ ওরাই পদ বলে।
ওরাই রাজা,মালিক কালের হাওয়াতে
মত্ত ওরা ঘুষ কমিশন খাওয়াতে।
বর্ণচোরা সাধু রুপি শয়তানে,
ডিগবাজিতে মিষ্টি কথা
কয় কানে।
মায়া কান্না জল ভরা দুই চোখেতে
সুযোগ নিয়ে মারছে ছুঁড়ি বুকেতে।