নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠে থাকবে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এ বিষয়ে বুধবার (৩০শে জুন) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৫ জন এবং ১৫ জন দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার (পহেলা জুলাই) থেকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা।