Dhaka ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর কর্মসূচির ডাক অনার্স ৩য় বর্ষে এক বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের অমানবিক হয়রানি, সেশনজট ও বৈষম্য নিরসনসহ এক বিষয়ে অকৃতকার্য ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (৬ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মসূচির বিষয়ে ‘অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী’র অন্যতম প্রতিনিধি মো: ফয়সাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (০৮ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসের অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি সফল করতে আমরা সকল অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের উপর হওয়া বৈষম্য,
অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো। অনার্স ৪র্থ বর্ষে পাশ করেও ৩য় বর্ষের একটি বিষয়ে অকৃতকার্য হয়ে কোর্স সম্পন্ন না হওয়া এই ভুতুড়ে ফেলের প্রতিবাদে ন্যায্য অধিকার আদায়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে জড়ো হবে শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সারা দেশ জুড়ে অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের হয়রানি, সেশনজট ও বৈষম্য নিরসনসহ ৩য় বর্ষের ১ বিষয়ে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছে অনার্স ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।

তাঁরা বলেন, অনার্স ৩য় বর্ষের ভাই-আপুরা দীর্ঘ ৮ থেকে ৯ বছরের সেশনজট, হয়রানি ও বৈষম্যের শিকার। আমরা সবাই আমাদের নিজেদেরও সমস্যা সমাধানের লক্ষ্যে একাত্মতা করছি। অনার্স কোর্সের সেশনজট চিরতরে বন্ধ করতে হলে আমাদের সমস্যা নিরসনে ভুক্তভোগী শিক্ষার্থীদের ১ বিষয়ে পাশ করিয়ে দিয়ে আমাদের সবার দ্রুত এক সাথে ফলাফল ঘোষণা করতে হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ (মঙ্গলবার) অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ১ বিষয়ে গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়। কিন্তু অনার্স ৪র্থ বর্ষে পাশ করলেও ৩য় বর্ষের একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের অনার্স কোর্স শেষ হচ্ছে না। এরই প্রেক্ষিতে অনার্স ৩য় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থীরা উক্ত ১ বিষয়ে পাশ করিয়ে দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন করছে অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষাথীরা। এ দাবির সাথে গত কয়েক সপ্তাহে যুক্ত হয়েছে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের সাধারণ ছাত্রছাত্রীরা।

গত ২৩ মার্চ অনার্স ৩য় বর্ষে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এর কাছে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য মহোদয় এর সচিব মো: আমিনুল আক্তার জানান, উপাচার্য মহোদয় আপনাদের আবেদন আমলে নিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তখনই আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ দিনের সময়সীমা বেঁধেছে দিয়েছিলো নির্দিষ্ট দাবি আদায়ের জন্য। এই সময়সীমার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ বা অন্য কোনো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলো। কিন্তু ৭ দিন পার হওয়ার পরেও ফলাফল প্রকাশ না করায় এই কর্মসূচির ডাক দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে অনার্স ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কঠোর কর্মসূচির ডাক অনার্স ৩য় বর্ষে এক বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের

Update Time : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের অমানবিক হয়রানি, সেশনজট ও বৈষম্য নিরসনসহ এক বিষয়ে অকৃতকার্য ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (৬ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মসূচির বিষয়ে ‘অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী’র অন্যতম প্রতিনিধি মো: ফয়সাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (০৮ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসের অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি সফল করতে আমরা সকল অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের উপর হওয়া বৈষম্য,
অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো। অনার্স ৪র্থ বর্ষে পাশ করেও ৩য় বর্ষের একটি বিষয়ে অকৃতকার্য হয়ে কোর্স সম্পন্ন না হওয়া এই ভুতুড়ে ফেলের প্রতিবাদে ন্যায্য অধিকার আদায়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে জড়ো হবে শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সারা দেশ জুড়ে অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের হয়রানি, সেশনজট ও বৈষম্য নিরসনসহ ৩য় বর্ষের ১ বিষয়ে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছে অনার্স ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।

তাঁরা বলেন, অনার্স ৩য় বর্ষের ভাই-আপুরা দীর্ঘ ৮ থেকে ৯ বছরের সেশনজট, হয়রানি ও বৈষম্যের শিকার। আমরা সবাই আমাদের নিজেদেরও সমস্যা সমাধানের লক্ষ্যে একাত্মতা করছি। অনার্স কোর্সের সেশনজট চিরতরে বন্ধ করতে হলে আমাদের সমস্যা নিরসনে ভুক্তভোগী শিক্ষার্থীদের ১ বিষয়ে পাশ করিয়ে দিয়ে আমাদের সবার দ্রুত এক সাথে ফলাফল ঘোষণা করতে হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ (মঙ্গলবার) অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ১ বিষয়ে গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়। কিন্তু অনার্স ৪র্থ বর্ষে পাশ করলেও ৩য় বর্ষের একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের অনার্স কোর্স শেষ হচ্ছে না। এরই প্রেক্ষিতে অনার্স ৩য় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থীরা উক্ত ১ বিষয়ে পাশ করিয়ে দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন করছে অনার্সে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষাথীরা। এ দাবির সাথে গত কয়েক সপ্তাহে যুক্ত হয়েছে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের সাধারণ ছাত্রছাত্রীরা।

গত ২৩ মার্চ অনার্স ৩য় বর্ষে ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এর কাছে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য মহোদয় এর সচিব মো: আমিনুল আক্তার জানান, উপাচার্য মহোদয় আপনাদের আবেদন আমলে নিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তখনই আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ দিনের সময়সীমা বেঁধেছে দিয়েছিলো নির্দিষ্ট দাবি আদায়ের জন্য। এই সময়সীমার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ বা অন্য কোনো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলো। কিন্তু ৭ দিন পার হওয়ার পরেও ফলাফল প্রকাশ না করায় এই কর্মসূচির ডাক দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে অনার্স ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা।