কক্সবাজার সমুদ্র সৈকত টিউলিপময়
মহীতোষ গায়েন

আমি কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকতে
নেমেছি ভয়ংকর এক ভালোবাসার জন‍্য,
সমুদ্রে ডুবতে গিয়েও পারিনি,ডাঙায় এসেছি
টিউলিপ ফুলের টানে,ভয়ংকর প্রেমের টানে।

আমি জল কেটে কেটে ডাঙায় উঠেছি;
অথচ পাখি নই,মাছ নই,মাছরাঙা নই,
আমি ডাঙায় উঠে দেখতে পেলাম বহু গর্ত,
গর্ত দিয়ে বহু মানুষ ঢুকছে,আর বেরুচ্ছে।

কেউ ফিরছে,কেউ ফিরছে না,হারিয়ে
যাচ্ছে সব,মাঝে মাঝে লেজ দেখা যাচ্ছে,
মাঝে মাঝে মাথা,যারা বেরিয়ে আসছে
তারা মাটি হয়ে যাচ্ছে নতুবা জল,বাতাস।

আমি এক ভয়ংকর প্রেমের‍ টানে ডাঙায় এসে
দেখি পাহাড়ের কোলে বাহারি সব ফুলের গাছ,
একটি গাছে একটিই ফুল টিউলিপ…সাঁঝের
কক্সবাজারে সূর্য ডোবা সৈকত টিউলিপময়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে