সানোয়ার আরিফ রাজশাহী ব্যুরোঃ
বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের এই প্রথম ৭৯,৮০,৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত।
১ লা জানুয়ারী শুক্রবার সকাল ৯ টায় সিএন্ডবি চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে চৈতির বাগান সিলিন্দায় গিয়ে শেষ হয়। প্রাক্তন শিক্ষার্থীরা চৈতির বাগানে এই মিলন মেলায় আনন্দে মেতেছিলেন। সকলেই রাজশাহী মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বছরের প্রথম দিনে তাদের নিয়েই শুরু হয় এই পুনর্মিলনী আনন্দ মেলা। সকাল থেকে মূল অনুষ্ঠান শুরু হলেও সুদীর্ঘ ৪০ বছর পর স্কুলের বন্ধু,সহপাটীকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে, একে অপরকে জড়িয়ে ধরেন। স্কুল জীবনের স্মৃতি নিয়ে একে অপরের সাথে গল্পে মেতে উঠে।
স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্কুলের শিক্ষার্থীরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় ব্যাপক উন্নতি সাধন করতে থাকে। বিশেষকরে এ বিষয়ে এখানে শিক্ষক রহমতের ভূমিকা মূখ্য ছিল।
সে সময় রাজশাহী জেলার মধ্যে খেলাধুলায় সবার আগে মুসলিম হাই স্কুলের নাম আসতো। ঐ সময়ে স্কুল থেকে ফুটবল,হকি, বাসকেট বলসহ বিভিন্ন খেলোয়াড় তৈরি হয়েছিল যা দেশের জন্য সুনাম বয়ে এনেছে।
সে সময় প্রত্যক শিক্ষকের সাথে শিক্ষার্থীদের গভীর সম্পর্ক ছিল। ৭৩ বছরের দীর্ঘ পথ চলায় বিভিন্ন চড়াই উৎরায় পার হয়ে এগি চলেছে মুসলিম উচ্চ বিদ্যালয়।
রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৭৯,৮০,৮১ব্যাচের প্রাক্তন ছাত্ররা ব্যবসা, চাকুরি, কলেজ ও স্কুলের শিক্ষকতা করেন, ঠিকাদারিসহ বিভিন্নধরনের পেশার সঙ্গে যুক্ত আছেন।
চৈতির বাগান প্রাঙ্গনে প্রথমে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরবর্তি করণীয় নির্ধারণ করা হয়, দুপুরের খাওয়া দাওয়া শেষে লটারি খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।