নিজস্ব প্রতিবেদক :
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
এই অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবেন।
করোনার প্রাদুর্ভাবের কারণে এবার নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় ২২ লাখেরও বেশি শিক্ষার্থী।