নিজস্ব প্রতিবেদক: 

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সারাদেশে ১৯শে জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত  করা হয়েছে।

পরীক্ষার পরিবর্তী সময়সূচি পরে জানানো হবে। আজ শুক্রবার (১৭ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯শে জুন অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জ শহরসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে। আজ (শুক্রবার) সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়াও ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রংপুর, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে