আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান প্রণালীতে চীনের সশস্ত্র বাহিনীর মহড়ার সময় ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। যার প্রতিবাদ জানিয়েছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি অভিযোগ করেছেন, অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র জাপানে আঘাত হেনেছে। তিনি বলেন, প্রথমবারের মতো চীনের মিসাইল আমাদের অর্থনৈতিক অঞ্চলে আঘাত হেনেছে। কূটনৈতিকভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।

তিনি বলেন, চীনের পাঁচটি মিসাইলই আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, যা জাপান উপকূলের ২০০ নটিক্যাল মাইলের (৩৭০ কিলোমিটার) মধ্যে। মিসাইলগুলো ওকিনাওয়া অঞ্চলের হাতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সমুদ্রে পড়েছে।

জাপানের জাতীয় ও জনগণের নিরাপত্তার জন্য এটি বড় উদ্বেগের বিষয় বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

তবে, এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। হুঁশিয়ারি সত্তে¡ও গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এসময় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের পর দক্ষিণ কোরিয়া সফর করছেন ন্যান্সি পেলোসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে