Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইন্দুবালা -৩ গান লিখলেন ভারতের কলকাতার মহীতোষ গায়েন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক :

[থিমের জন‍্য কৃতজ্ঞতা স্বীকার;দেলোয়ারা আর্জুদা শরীফ ও  সুরকার প্লাবন (বাংলাদেশ)]

●ইন্দুবালা- ৩

◆গীতিকার- মহীতোষ গায়েন

(অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা)

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/আছি কৃষ্ণচূড়ার তলে।

বকুল ফুলের মালা খোঁপায়/তুমি পরেছো নীল শাড়ি,

লুকিয়ে দেখা করবে বলে/এলে না মোর বাড়ি।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

মন-বাগানে পুঁতে ছিলাম /ভালোবাসার চারা,

কোথায় গেলে ফাঁকি দিয়া/আমি প্রেমে পাগল পারা।

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/ আছি কৃষ্ণচূড়ার তলে।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

এখন অনেক কষ্টে বেঁচে আছি/হয়তো তুমি আছো সুখে,

প্রেমের এই জ্বালার কথা /কি বলতে পারি মুখে?

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

সাঁঝেরবেলা তুলসী তলায় /এখন প্রদীপ জ্বালাও সুখে,

ঘর বাঁধার সেই সুখের স্বপ্ন/মোর কষ্ট আনে বুকে।

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/ আছি  কৃষ্ণচূড়ার তলে।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

পালকি করে যাচ্ছো তুমি/কাঁদে আকাশ, নদী, পাখি,

তোমারে না পাইয়া কাছে/মনে তোমার স্মৃতি আঁকি

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

এবার ইন্দুবালা -৩ গান লিখলেন ভারতের কলকাতার মহীতোষ গায়েন

Update Time : ০৩:৫৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :

[থিমের জন‍্য কৃতজ্ঞতা স্বীকার;দেলোয়ারা আর্জুদা শরীফ ও  সুরকার প্লাবন (বাংলাদেশ)]

●ইন্দুবালা- ৩

◆গীতিকার- মহীতোষ গায়েন

(অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা)

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/আছি কৃষ্ণচূড়ার তলে।

বকুল ফুলের মালা খোঁপায়/তুমি পরেছো নীল শাড়ি,

লুকিয়ে দেখা করবে বলে/এলে না মোর বাড়ি।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

মন-বাগানে পুঁতে ছিলাম /ভালোবাসার চারা,

কোথায় গেলে ফাঁকি দিয়া/আমি প্রেমে পাগল পারা।

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/ আছি কৃষ্ণচূড়ার তলে।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

এখন অনেক কষ্টে বেঁচে আছি/হয়তো তুমি আছো সুখে,

প্রেমের এই জ্বালার কথা /কি বলতে পারি মুখে?

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

সাঁঝেরবেলা তুলসী তলায় /এখন প্রদীপ জ্বালাও সুখে,

ঘর বাঁধার সেই সুখের স্বপ্ন/মোর কষ্ট আনে বুকে।

আমি,

অতল তলে ডুব দিয়েছি/ভালোবাসার জলে,

ইন্দুবালার প্রেমে পড়ে/ আছি  কৃষ্ণচূড়ার তলে।

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)

পালকি করে যাচ্ছো তুমি/কাঁদে আকাশ, নদী, পাখি,

তোমারে না পাইয়া কাছে/মনে তোমার স্মৃতি আঁকি

ইন্দুবালা..আ…আ..আ…

ইন্দুবালা,ইন্দুবালা গো-ও..ও..ও   (২)