প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না জাতীয় ঈদগাহ ময়দানে।
এর পরিবর্তে ঈদুল ফিতরের ন্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে ঈদুল আযহার নামাজের ছয়টি জামাত।
আজ মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিছুর রহমান সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১০ জিলহজ ১৪৪১ হিজরি মোতাবেক ১ আগস্ট শনিবার সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদে সকাল ৭ টায় প্রথম ঈদের নামাজের জামাত অনুষ্ঠত হবে। এরপর ৭টা ৫০ মিনিটে দ্বিতীয় ,৮ টা ৪৫ মিনিটে তৃতীয় , ৯ টা ৩৫ মিনিটে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।
এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে পঞ্চম এবং ১১ টা ১০ মিনিটে সর্বশেষ ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।