নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে সরাসরি স্ব স্ব বিদ্যালয়ে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করে চলতি শিক্ষাবর্ষ সমাপ্ত করা সহ চারটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনো আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিবমো. আকরাম-আল-হোসেন। আর করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কুল খুলে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলতে রাজি নয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ (রোববার) প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো.আকরাম-আল-হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কুল খোলার বিষয়ে একটি নীতিমালা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে অনুমোদন এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত আসেনি বলে জানান সচিব আকরাম।
সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, শিক্ষামন্ত্রী কিন্তু গতকাল বলেছেন যে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও কোনো পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কি হয়নি।
‘এখন যে অবস্থা, এখনও কিন্তু ২০-২২ শতাংশ আক্রান্ত। সেই হিসাবে আমাদের শিশুদের-শিক্ষকদের…; স্কুল খুললে অভিভাবকেরা চলে আসবে। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন,সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি যে আসলে তো এখনও পরিবেশ তৈরি হয়নি। ’
সচিব বলেন, উন্নত দেশ যারা স্কুল খুলেছিল, তারাও কিন্তু এখন আবার বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা মনে করছি যে, আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। সেজন্য আমরা সরকারের সাথে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবো স্কুল কখন খোলা যায়।