Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে মোংলায় শিশু ধর্ষণ মামলার বিচারের রায় ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ১৩০ Time View

মোংলা প্রতিনিধি:

এই প্রথম অতি অল্প সময়ে শিশু ধর্ষণের মামলার আসামীর রায় ঘোষণা করা হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার বিচারের রায় ঘোষনা করা হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর দুপুর ১২ টায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ মামলার রায় ঘোষনা করেন।

রায়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
মোংলা উপজেলার অাশ্রয় প্রকল্পের সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত ১২ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়।

রবিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, বাগেরহাট জেলার মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার বাসায় থাকে। ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আবদুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জি। তিনি ১৬ জনকে সাক্ষী রেখে ৮ দিনের মাথায় ১১ অক্টোবর মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল এ বিষয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে– কোনো ধর্ষণের ঘটনায় আসামি সঙ্গে সঙ্গে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যাবে। এই শিশু ধর্ষণের মামলাটি তারই প্রমাণ।এর মধ্য দিয়ে দেশের বিচারাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন হল। কারণ, দেশে শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষের নজির এটিই প্রথম।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী লিয়াকত হোসেন বলেন, এটা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

এদিকে রায় কার্যকর হওয়ায় শিশুটির মামা সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

এক সপ্তাহের মধ্যে মোংলায় শিশু ধর্ষণ মামলার বিচারের রায় ঘোষণা

Update Time : ১২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

মোংলা প্রতিনিধি:

এই প্রথম অতি অল্প সময়ে শিশু ধর্ষণের মামলার আসামীর রায় ঘোষণা করা হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার বিচারের রায় ঘোষনা করা হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর দুপুর ১২ টায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ মামলার রায় ঘোষনা করেন।

রায়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
মোংলা উপজেলার অাশ্রয় প্রকল্পের সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত ১২ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়।

রবিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, বাগেরহাট জেলার মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার বাসায় থাকে। ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আবদুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জি। তিনি ১৬ জনকে সাক্ষী রেখে ৮ দিনের মাথায় ১১ অক্টোবর মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল এ বিষয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে– কোনো ধর্ষণের ঘটনায় আসামি সঙ্গে সঙ্গে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যাবে। এই শিশু ধর্ষণের মামলাটি তারই প্রমাণ।এর মধ্য দিয়ে দেশের বিচারাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন হল। কারণ, দেশে শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষের নজির এটিই প্রথম।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী লিয়াকত হোসেন বলেন, এটা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

এদিকে রায় কার্যকর হওয়ায় শিশুটির মামা সন্তোষ প্রকাশ করেছেন।