ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল টাইগাররা।

বুধবার গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের সামনে ১০৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। এক উইকেট হারিয়ে ১৭৬ বল হাতে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে সময়ের ব্যবধানে উইকেট হারায় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ দলের স্পিনার নাসুম আহমেদ। এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গায়ানায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো দুই দলের জন্যই। সিরিজে সমতায় ফিরতে হলে স্বাগতিকদের এই ম্যাচে জয়ের বিকল্প ছিলোনা। আর বাংলাদেশ জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে। এমন পরিসংখ্যান নিয়ে মাঠে নামে দুই দল। ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয়টা আত্মবিশ^াস বাড়িয়েছে টাইগারদের। টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এদিন তাসকিন আহমেদের পরিবর্তে দলে যায়গা পান মোসাদ্দেক হোসেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনে করলেও ইনিংস বড় করতে পারেনি ক্যারিবিয় দুই ওপেনার শাই হোপ ও কাইল মায়ার্স। দলীয় ২৭ রানে মোসাদ্দেকের ঘুর্নি যাদুতে ভাঙ্গে মায়ার্সের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে স্বাগতিক ব্যাটসম্যানদের আসা যাওয়া চলতে থাকে। নাসুম ও মিরাজদের স্পিন ভেলকিতে ১০৮ রান করতেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে মেহেদী মিরাজ ৪টি উইকেট নেন। নাসুম নেন তিনটি উইকেট।

১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতিতেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল ইসলাম শান্ত। তাদের ৪৮ রানের ওপেনিং জুটি ভাঙ্গে গুদাকেশ মতির শিকার হয়ে শান্ত ফিরে গেলে। শান্তর বিদায়ের পর লিটনকে নিয়ে জুটি গড়েন তামিম। তাদের ৬৪ রানের জুটিতে বাংলাদেশ দল সিরিজ জয়ের স্বাদ পায়। তামিম ইকবাল ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক করেছেন।  লিটন দাশ ৩২ রানে অপরাজিত থাকেন। অনবদ্য বোলিং পরফরম্যান্সের জন্য বাংলাদেশ দলের নাসুম আহমেদ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে