এক আদ‍্যোপান্ত প্রেমিকের গল্প
মহীতোষ গায়েন

যত রাত বাড়ে তত ঘুম চলে যায় চোখ থেকে
তারপর মানুষের কথা,প্রেম,অপ্রেম,প্রতিহিংসা,
মেঘ,ঝড়,বৃষ্টি,পোয়াতি সূর্য,চাঁদের হাসি,কান্নার
শব্দ,নারী ও নক্ষত্ররা সব কবিতা-হৃদয়ে আসে।

বাসি ফুল ঝরে গিয়ে সতেজ সকালে ফোটে লাল,
নীল,সাদা,হলুদ,সবুজ ফুল,এরাই স্বপ্ন আনে,হাসি
ও কান্না থামায়,সংগ্রাম,বিপ্লব দেখায় মসৃন পথ;
প্রতিবাদ,প্রতিরোধে আসে সমূহ কাঙ্ক্ষিত আশা।

এ কোন প্রেম নয়,হৃদয়ের ভাষা,এ কোন স্বপ্ন নয়
মানুষের আশা,হাটে মাঠে ঘাটে না পাওয়া সুখের
কাহিনি কথা,দিবারাত্রির কাব‍্য চরাচরে ভাস্বরিত
হয়,প্রকৃতি,মানুষের সাথে প্রেমিকের শাশ্বত প্রেম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে