একাকিত্বের জ্বালা
মেহেদী হাসান

ভাবলাম, আমি বড় একা
সঙ্গী আমার চাই ,
কোথায় গেলে মনের মত
সঙ্গী খুঁজে পাই।

খুঁজতে খুঁজতে গেলাম আমি
নদীর তীরে ভাই,
দুকূল ভাঙ্গার ব্যথায় কাতর
নদীর শরীর টাই।

তীরকে ভালোবাসে যাব
যতদিন বয়ে যাই,
তোমায় ভালোবাসার মত
সময় আমার নাই ‌।

ফিরে এসে চুপটি করে
তাকাই আকাশ পানে
সুর্য মুখে তাকিয়ে আছে
ভালোবাসার টানে।

আকাশ বলে,সাথী হবো
কেমনে কথা দেই‍,
সারাটা দিন মুগ্ধ চোখে
ফুলের ছোঁয়া নেই ।

বাতাসকে তাই বলতে গেলাম
সঙ্গীর কথা বলে।
একটুখানি থেমে বাতাস
আমায় ছুটে চলে,
বৈশাখী ঝড় ডাকছে আমায়
যেতে যেতে বলে‌।

ঘুরতে ঘুরতে ফিরে এলাম
সঙ্গীহীন সেই ঘর,
এই দুনিয়ার আপন তো নেই
সবাই সবার পর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে