নিজস্ব প্রতিবেদক:

করোনায় দেশে একদিনে ৬ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছে, যা এযাবতকালে সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে ৫৯ জনের।

দেশে এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর তথ্য। এর আগে গতবছর ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ  বৃহস্পতিবারবার (০১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন রোগীসহ দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। আর মোট  মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১০৫ জন।

গত একদিনে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ল্যাবগুলোতে ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দেশে মোট ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনায় করোনা ভাইরাস শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ২৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৮৪৭ জন ও নারী দুই হাজার ২৫৮ জন। এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন ও ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত সোমবার প্রথমবারের মত একদিনে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে