ক্রীড়া ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটির সামনে হাতছানি রয়েছে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের। ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। শিরোপা দিয়ে প্রথম ফাইনালটি স্মরণীয় করে রাখতে চায় ম্যান সিটি। সেভাবেই শিষ্যদের প্রস্তুত করেছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ট্রফি জয়ের হাতছানি চেলসির সামনে। ২০১২ সালে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলো। এরপর আর কখনোই ফাইনালে উঠতে পারেনি দলটি। তবে দর্শকদের একটি উপভোগ্য ফাইনাল উপহার দিতে চায় দু’দলই। পর্তুগালের ড্রাগাও স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে