সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের পানাতি পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ছয় যুবক কে আটক করেছে পুলিশ।
উলিপুর থানার ইনচার্জ অফিসারের নির্দেশক্রমে এস আই মিজানুর রহমান ও সঙ্গী অফিসারগণ এ অভিযান পরিচালনা করেন।
উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়ন পানাতিপাড়া গ্রামে মাদক সেবন করা কালে তাদেরকে গ্রেফতার করা হয়।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত অহর উদ্দিন, এর ছেলে শহিদুর রহমান(৪০) ও একই ওয়ার্ডের মৃত জহির উদ্দিন এর ছেলে কোবাদ আলী( ৪০) একই ওয়ার্ডের মৃত জসিম উদ্দিন এর ছেলে কাসেম আলী (৩৫) একই ওয়ার্ডের কুব্বাত আলীর ছেলে এরশাদ আলী (২০) একই ওয়ার্ডের নওফেল এর ছেলে এরশাদ আলী(২০) ও একই ওয়ার্ডের ডারারপাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫)।
তাদের ছয়জনের নামে নিয়মিত মামলা হয়েছে।
উলিপুর থানার ডিউটিরত এস আই আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি কোর্টে প্রেরণ করা হয়েছে।