নিজস্ব প্রতিবেদক: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর সবাইকে চিনতে পারছেন। মাথার আঘাতের স্থানে যাতে সংক্রমণ না হয় সেজন্য তাকে আইসিইউতে পর্যাবেক্ষণে রাখা হয়েছে। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে এসব কথা বলেছেন মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি জানান, পরশু সকাল পর্যন্ত আইসিইউতে পর্যাবেক্ষণে রাখা হবে তাকে।

এদিকে, ইউএনও ওয়াহিদা খানমকে আপাতত বিদেশ নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে  স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স ও হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে  এস এসব কথা বলেন তিনি। অন্যদিকে, হামলার মামলায় গ্রেফতার তিনজনকে আজ আদালতে তোলা হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে