উন্মোচিত হৃদয়
মিজানুর রহমান
বিদ্যা অর্জনে বিদ্যালয়ে যাই
নাহি করি শ্রদ্ধা,
ইট, বস্ত্র, কপাট খুলে
হয়ে যাই যোদ্ধা।
মন্দিরে যাই, মসজিদে যাই
সবস্ত্র শ্রদ্ধায়,
এ কি হৃদয়ের উন্মোচনে ?
বিদ্যা শেখায় মেলে ধরতে,
উন্মোচিত হৃদয়।
তাই বলে কি বিদ্যালয়ে
নেই কোন বিনয় ?
বিনয়ী হও, নম্র হও
নাহি কঠোরতা,
বিদ্যা অর্জনে বিদ্বান হইও
তবেই চির সজীবতা।
Khub sundor hoyeche sir
অসাধারণ 👍 স্যার।
Thank you mizanur sir
Kaliachak abasik mission (T.I.C)
বাহঃ বন্ধু এত সুন্দর সুন্দর ভাষা পাস কোথায়? কবিতাটা পরে সত্যিই খুব ভালো লাগলো যা বর্তমান পরিস্থিতি কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিস।