অম্বতি রায়ডু(৭১) ও ফাফ ডু প্লেসির(৫৮*) দুরন্ত ব্যাটিং এর দৌলতে মুম্বই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারালো চেন্নাই সুপার কিংস। গত বছর এই মুম্বইয়ের কাছেই ফাইনালে হেরেছিলো ধোনি বাহিনী। আর এবার ড্রিম ইলেভেন আইপিএলের টানটান উত্তেজনার উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে মুম্বইকে হারিয়ে মধুর বদলা নিলো চেন্নাই সুপার কিংস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে প্রতিপক্ষকে ১৬৩ রানের সামনে বড় লক্ষ্য রাখে রোহিত ব্রিগেড। মুম্বইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক (৩৩) এবং সৌরভ তিওয়ারি (৪২)। লুঙ্গি এনগিডি, দীপক চাহারদের দাপুটে বোলিংএর সামনে অন্য কোনো মুম্বই ব্যাটসম্যান ২০ রানের গন্ডি টপকাতে পারেনি ।

চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। জোড়া উইকেট আসে দীপক চাহার এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে। একটি করে উইকেট নেন স্যাম করেন ও পীযূষ চাওলা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার মুরলি বিজয় (১) ও শেন ওয়াটসন(৪) উইকেট খুইয়ে বিপাকে পড়লেও রায়ডু – ডু প্লেসির হাত ধরে খেলায় ফেরে চেন্নাই। রায়ডু ৪৮ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। ডু প্লেসি খেলেন অপরাজিত ৫৮ রানের ম্যাচ উইনিং ইনিংস। তবে শেষে স্যাম কুরেনের ৬ বলে ১৮ রানের মারকাটারি ইনিংসই চেন্নাইকে ৪ বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে