Dhaka ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 34

আগামী দুই দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করে ঈদের ছুটির আগে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে একদল সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও দ্রত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন না দিলে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ৯ মাস পার হলেও শহীদদের রক্তের ওপর বসে থাকা প্রশাসন এখনো ডাকসু নির্বাচন দিতে পারেনি। আমরা বার বার দাবি জানিয়ে আসছি দ্রত সময়ের মধ্যে ডাকসুর কার্যক্রম শুরু করার জন্য। আমরা ডিসেম্বর থেকে ডাকসুর জন্য আন্দোলন করে যাচ্ছি। অনেক আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে বাধ্য হয়। মে মাসের মধ্যে নির্বাচন কমিশন ও খসড়া ভোটার তালিকা প্রণয়নের কথা থাকলেও সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। জুন মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি থাকলেও প্রশাসন গরিমসি করতে করতে মে মাস চলে এসেছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী দুই-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে ঈদের আগে তফসিল ঘোষণা করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে যাবতীয় সমস্যার সমাধান ডাকসু। আগামী দুই দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও ঈদুল আজহার ছুটির আগে তফসিল ঘোষণা না হলে আমরা কঠোর আন্দোলনে নেমে আসবো।

অপর এক ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আগস্টের ৫ তারিখের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত, মৌখিক ও অনলাইনের মাধ্যমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে আসছি। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী ডাকসু নির্বাচন চাচ্ছে। ইতোমধ্যে একদল শিক্ষার্থী অনশনে বসেছে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঈদুল আজহার আগেই তফসিল ঘোষণার দাবি জানিয়েছি।

এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেন, ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণা না করা হলে বড় গণআন্দোলন গড়ে তুলে ডাকসু আদায় করে নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

Update Time : ১০:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আগামী দুই দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করে ঈদের ছুটির আগে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে একদল সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও দ্রত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন না দিলে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ৯ মাস পার হলেও শহীদদের রক্তের ওপর বসে থাকা প্রশাসন এখনো ডাকসু নির্বাচন দিতে পারেনি। আমরা বার বার দাবি জানিয়ে আসছি দ্রত সময়ের মধ্যে ডাকসুর কার্যক্রম শুরু করার জন্য। আমরা ডিসেম্বর থেকে ডাকসুর জন্য আন্দোলন করে যাচ্ছি। অনেক আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে বাধ্য হয়। মে মাসের মধ্যে নির্বাচন কমিশন ও খসড়া ভোটার তালিকা প্রণয়নের কথা থাকলেও সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। জুন মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি থাকলেও প্রশাসন গরিমসি করতে করতে মে মাস চলে এসেছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী দুই-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে ঈদের আগে তফসিল ঘোষণা করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে যাবতীয় সমস্যার সমাধান ডাকসু। আগামী দুই দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও ঈদুল আজহার ছুটির আগে তফসিল ঘোষণা না হলে আমরা কঠোর আন্দোলনে নেমে আসবো।

অপর এক ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আগস্টের ৫ তারিখের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত, মৌখিক ও অনলাইনের মাধ্যমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে আসছি। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী ডাকসু নির্বাচন চাচ্ছে। ইতোমধ্যে একদল শিক্ষার্থী অনশনে বসেছে আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঈদুল আজহার আগেই তফসিল ঘোষণার দাবি জানিয়েছি।

এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেন, ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণা না করা হলে বড় গণআন্দোলন গড়ে তুলে ডাকসু আদায় করে নেওয়া হবে।