নিজস্ব প্রতিবেদক:

রমজানের ঈদকে সামনে রেখে গণপরিবহণ চালু করার ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চলমান বিধিনিষেধের মেয়াদ শেষেই এমন ঘোষণা আসতে পারে। তাই গণপরিবহন শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভ না করে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারি বাসভবন থেকে দেয়া এক মিডিয়া ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থের কথা চিন্তা করে সরকার এমন বিষয় চিন্তা করছে।

ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং দোকানপাট ও শপিং মলে যাঁরা কাজ করেন, তাদের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে লকডাউন শিথিল করেছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আজ পহেলা মে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয় দিবসই মে দিবস।

ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। একই দিনে বাংলাদেশ আইএলওর ২৯টি কনভেনশন অনুসমর্থন করে, যা ছিল একটি বিরল ঘটনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে