পবিত্র ঈদুল আজহা কোনদিন উদযাপন করা হবে, তা মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জানা যাবে।
সোমবার (২০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪২ হিজরি সালের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম সচিব নুরুল ইসলাম।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।