ঈদ-উল-আজহা উপলক্ষে আফগানিস্তানের সরকার ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বিগত ৫ মাসে তালিবানদের হাতে সাড়ে তিন হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং আরও পৌনে সাত হাজার আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। খবর ভয়েস অব আমেরিকা’র।
কোরবানির ঈদ উপলক্ষে দুটি পক্ষ (তালেবান ও আফগান সরকার) ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) আফগান সরকার জানায়, সহিংসতার মাঝেও তারা তালিবানদের সঙ্গে আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এর আগে গত সোমবার (২৭ জুলাই) আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন জানায়, ২০২০ সালের প্রথম ৬ মাসে দুইটি পক্ষের লড়াইয়ে ১ হাজার ২৮০ জন সাধারণ নাগরিক নিহত ও ২ হাজার ১৭৬ জন নাগরিক আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে।