প্রদীপ অধিকারী, জেলা প্রতিনিধি, নদিয়া, ভারত:

আজ সোমবার সকাল থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়াসহ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে শুরু করেছে ইয়াস।

সরকারি নির্দেশ মেনে কল্যাণী প্রশাসন বিপর্যয় মোকাবিলার প্রাক কৌশল ঠিক করতে গঙ্গা সংলগ্ন গ্রামগুলি যেমন চর জাজিরা, চর যাত্রাসিদ্ধি, চর যদুবাটি, চর সরাটি, মাঝেরচর, মুরাতিপুর, দক্ষিণ চাঁদামারী, বীরপাড়া ইত্যাদি গ্রাম পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের সচেতন করেন। গ্রাম মধ্যস্থ স্কুলগুলোকে ফ্লাড সেল্টার হিসাবে চিহ্নিত করে বিপর্যয় মোকাবিলার চেষ্টা চালানো হয়েছে এবং বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন কল্যাণী থানার ইন্সপেক্টর-ইন্-চার্জ শ্রী মলয় মজুমদার, কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী পঙ্কজ সিং, বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবাশীষ হালদার ও শ্রী আকাশ দাস। পঙ্কজ সিং আমাদের জেলা প্রতিনিধিকে জানান যে তারা প্রতিটি বিপর্যয়ের সময়ই মানুষের পাশে ছিলেন। ইয়াস মোকাবিলায়ও প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত গ্রহণ করবে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল বন্টনের ব্যবস্থা করা হয়েছে এবং বিপদকালীন সময়ে যাতে সহজেই ত্রাণ পৌঁছে দেওয়া যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ কাজে সমস্ত রাজনৈতিক দলের সমবেত প্রয়াস রাজ‍্যবাসীর কাছে ঐক্যের বার্তা বহন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে