আন্তর্জাতিক ডেস্ক:
ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দুই শিশুসহ আহত হয়েছে আরো তিনজন।
দেশটির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। ক্যাবল থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় ক্যাবল কারটি। এতে ১৫ জনযাত্রী নিয়ে লাল-সাদা রঙের ক্যাবলকারটি দুমড়েমুচড় যায়। ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। ৫ বছর ও ৯ বছর বয়সী দুই শিশুসহ আহত হয়েছে আরো তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের ঢালে প্রায় তিন’শ মিটার উপরে থেকে ক্যবল কারটি মাটিতে পড়ে যায়।