আহ্বান
শ্রী রাজীব দত্ত
ভাবছো তুমি অসহায়
তোমার জীবন বৃথা
ভালো করেছে চেয়ে দেখো,
রয়েছে কত নিরুপায়?
চলার পথ তার একা।
সময়ের তাগিদে
পিঠ যখন দেয়ালে আসন্ন
তোমার অনুভূতি হচ্ছে বিপন্ন
একটিবার ঘুরে দেখো
তুমি ছিলে কার শরণাপন্ন?
চিন্তাভাবনা ভুলে গিয়ে
মিশে যাও মানুষের ভিড়ে
অন্ধকারের বুক চিরে
আনো আলোর উৎস কে ফিরিয়ে?
তোমার বস্ত্র হোক জরাজীর্ণ
কিংবা ছেঁড়াফাটা।
মস্তিষ্ক উন্নত মানের
বিবেক খুব উচ্চতর
সর্বদা সোজা থাক তোমার শিরদাঁড়া।
নির্ভয় নির্ভীকভাবে
মনে থাক প্রতিবাদ
ভেঙে দেবো সব একত্রিত করে
মানুষে মানুষে নোংরা বিবাদ ।
তাইতো বলি
আমরা নই কেউ অসহায়
জীবনসংগ্রামে হয়তো সবাই নিরুপায়।
তাই সংঘবদ্ধতা, ঐক্য শক্তি
গঠিত হোক অন্ধকার জীবনে আলোর মুক্তি।