ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ পৌর এলাকার পাগলাকানাই এলাকা থেকে রিমন হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।
শনিবার রাতে শহরের পাগলাকানাই এলাকার শহীদ মশিউর রহমান সড়কের সুরত আলীর চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। রিমন হোসেন ঝিনাইদহ সিটি কলেজে ডিগ্রীতে অধ্যায়নরত এবং মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের পাগলাকানাই এলাকায় এস আই খায়রুজ্জামান সঙ্গীয়ফোর্স নিয়ে রিমন হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেয় এবং তার বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা পুলিশ ফাড়িতে বলে জানায়। পরে বিষয়টি খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে তিনি পুলিশের কোন সদস্যই না। রিমন হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে