আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে মুসলমানদের ওপর চালানো হামলায় ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনারা।

বুধবার ভোরে চালানো এই হামলায় ১২ফিলিস্তিনি আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আটককৃতদের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে ইসরাইলি পুলিশের দাবি, মুখোশধারী কিছু আন্দোলনকারী মসজিদে ঢুকে ইসরাইল বিরোধী স্লোগান দিচ্ছিল। পুলিশ সেখানে ঢুকলে তাদের ওপর লাঠি-পাথর নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীদের দমাতেই এই অভিযান চালানোর দাবি জানিয়েছে ইসরাইল পুলিশ।

এদিকে, আল-আকসা মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলায় ইসরাইলি বাহিনী স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এতে মুসল্লিদের দম নিতে সমস্যা হয়। লাঠিসোঁটা ও রাইফেল দিয়েও তাদেরকে পিটিয়েছে পুলিশ।

গত কয়েক মাস ধরেই পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা বাড়তে দেখা গেছে। সেইসাথে বাড়ছে হতাহতের সংখ্যাও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে