আল্লাহর গোলাম
জাহিদুল ইসলাম

এই ধরনীতে যা কিছু আছে
সব তোমার গোলাম,
তোমার হুকুমের দাসত্ব করে
দিন রাত্রি অবিরাম।

নিশিতে কাঁদে কিটপতঙ্গ
কাঁদে গাছপালা,
তোমার হুকুমে সারা দিতে
হয়ে পরে সবাই উতালা।

তোমার হুকুমের শ্রেষ্ঠ জীব
সিজদায় লুটিয়ে পরে,
রাতের আধারে কাঁদে কেহ
দুইহাত তুলে চোখের পানি ঝরে।

তোমার হুকুমের গোলাম পাহাড়

পর্বত নদী নালা বটে,

তোমার হুকুমে দিনের পথে
কত মানুষ ছুটে।

তোমার দিন এনেছে যারা
ধরেছি তাদের হাল,
তবুও হবনা ঈমান হাড়া
ছেড়ে দিবনা তার পাল।

তোমার হুকুমের গোলাম আমি
দু’হাত তুলে করি মুনাজাত,
তোমার রহমান নামের অছিলায়
দিও গো আল্লাহ জান্নাত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে