নিজস্ব প্রতিবেদক:

আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে রাতে গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাব। এসময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, ড্রোন ক্যামেরা, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ শে জুলাই) রাতে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। পাঁচতলা এ ভবনের বি-৫ নম্বর ফ্ল্যাটে তিনি থাকতেন।

বৃহস্পতিবার রাত আটটার দিকে র‌্যাব-১ এর একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। অভিযানের দুই ঘণ্টার মাথায় র‌্যাবের নারী সদস্যরা তার বাসায় প্রবেশ করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিতর্কিত কর্মকান্ডের জন্য গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে